বাংলাদেশে চলমান মেগা প্রজেক্ট বা বৃহৎ আকারের যেসব প্রকল্পে চীনের অংশীদারিত্ব ও সহযোগিতা আছে সেগুলো পর্যালোচনায় আনতে যাচ্ছে দুই দেশ। সেই সঙ্গে ভবিষ্যতে যেসব বড় প্রকল্পে চীনকে সহযোগী হিসেবে বাংলাদেশ চাইছে, সেগুলোর বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা ও বেইজিং। সংশ্লিষ্ট সূত্র জানান, আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা-বেজিং ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি এ পর্যালোচনা সেরে ফেলা হবে। এ উপলক্ষে আজ সোমবার ঢাকা আসছেন পররাষ্ট্র সচিব পদমর্যাদার চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানজু।
কূটনৈতিক সূত্রগুলো বলছেন, দীর্ঘ বিরতির পর নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ প্লাটফরম এফওসির দশম বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ ও চীন। সর্বশেষ ৪ বছর আগে ২০১১ সালের ১৭ অক্টোবর বেজিংয়ে হয়েছিল নবম এফওসি। ওই সময় বৃহৎ প্রকল্পে চীনের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা পূরণ না হলেও হতাশা ছিল না। সূত্র জানান, কিছু সিদ্ধান্তহীনতার কারণে আটকে আছে সমুদ্রবন্দর বৃহৎ প্রকল্পের বাস্তবায়ন। তার পরও সব কিছু ছাপিয়ে গেছে বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজন।