সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নারী নেতৃত্ব বিকাশে ‘ছায়া রাষ্ট্রদূত’ কর্মসূচি

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকাস্থ আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল চার দূতাবাসের চারজন নারী বসেছিলেন ‘ছায়া রাষ্টদূত’-এর চেয়ারে। আয়োজিত এ কর্মসূচিতে রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে এক দিনের জন্য হর্তাকর্তা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশি এ চার নারী। তারা হলেন মেহজাবিন খান এলমা (ব্রাজিল), তালবিয়া তানভীর (ডেনমার্ক), জাইবা তাহিয়া (নেদারল্যান্ডস) ও তাসনীম কিবরিয়া অর্পা (যুক্তরাষ্ট্র)। গত মার্চে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি হিসেবে এক দিনের জন্য ঢাকাস্থ চারটি দূতাবাসে চারজন নারী রাষ্ট্রদূতের চেয়ারে বসেছিলেন বাংলাদেশের এ চার নারী।

সর্বশেষ খবর