সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকদের ঐক্যের ডাক ডিইউজে, সিইউজে ও আরইউজের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের ডাক দিয়েছেন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা। গতকাল দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে প্রীতি সম্মেলনে এ ডাক দেন তিন সাংবাদিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ অনুষ্ঠানে আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, মো. আনিসুজ্জামান ও সাবেক সদস্য কাজী গিয়াস প্রমুখ। বক্তারা বলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শাখা সংগঠনগুলো সারা দেশে ছড়িয়ে আছে। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য না থাকার ফলে সাংবাদিক ইউনিয়নগুলো অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারছে না। এ জন্য সব সাংবাদিক ইউনিয়নকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নেতারা সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ অতি দ্রুত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করার ঘোষণা দেন। সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য সব সাংবাদিক ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। পরে উপস্থিত সাংবাদিক নেতা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এক প্রীতিভোজে মিলিত হন। অনুষ্ঠানে বগুড়া ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর