মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বরিশালের সাত রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ও ঝালকাঠি জেলার পরিবহন শ্রমিকদের সংঘর্ষের  জেরে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ সাত রুটে বাস চলাচল গতকাল দিনভর বন্ধ ছিল। এ ঘটনায় একটি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আকস্মিক বাস বন্ধ থাকায় এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসাইন জানান, রবিবার সকালে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠিগামী সোনার বাংলা নামে একটি বাস ছাড়তে ২ মিনিট দেরি হয়। এনিয়ে ওই বাসের হেলপার রাসেলের সঙ্গে ঝালকাঠি বাস মালিক সমিতির সজিব-রোম্মান বাসের হেলপার শামীমের মারামারি হয়। সোনার বাংলা বাসটি ঝালকাঠিতে পৌঁছলে বিকালে ওই বাসটির চালক আফজালসহ কর্মচারী রাসেল ও মনির হোসেনকে ঝালকাঠির পরিবহন শ্রমিক নেতা রহিম বাদশা মারধর করেন। গতকাল সকালে ঝালকাঠি থেকে সজিব-রোম্মান বাসটি বরিশালে এলে রূপাতলীর শ্রমিকরা ওই বাসের চালক জুয়েলকে মারধর করেন। খবর পেয়ে ঝালকাঠির পরিবহন শ্রমিকরা বরিশালে এলে উভয় পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। বরিশাল শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুলতান মাহমুদ জানান, সকালে সংঘর্ষের পর ঝালকাঠির সব বাস বরিশাল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তারা বরিশাল-ঝালকাঠি সড়কের কাচারিবাড়ীতে অবস্থান নিয়ে বরিশাল বাস মালিক সমিতির রাতুল রোহান নামে একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে।

সর্বশেষ খবর