মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ছাত্র পরিচয়ে জেএমবির তত্পরতা

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কয়েকজন রংপুরে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করছে। এদের গ্রামের বাড়ি রাজবাড়ী, সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায়। ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সামনের একটি প্রাইভেট ছাত্রাবাস থেকে আবদুল্লাহ আল মামুন নামে রোকেয়ার এক ছাত্রকে ডিবি গ্রেফতার করলে এ তথ্য বেরিয়ে আসে। মামুন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে জেএমবির অন্য সদস্যদের শনাক্ত করতে অনুসন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষ ভাঙ্গা গ্রামে। মামুন এক সময় ছাত্রশিবিরের ক্যাডার ছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময় জেএমবিতে যোগ দেন। গত বছর ডিসেম্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথমবর্ষে ভর্তি হন মামুন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছাত্র ভর্তি হন সেখান। ১১ এপ্রিল মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে সর্দার পাড়ার মোসলেমীন ছাত্রাবাস থেকে মামুনকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের গোয়েন্দা সংস্থার একটি দল। ওই ছাত্রবাসের বসবাসরত একাধিক শিক্ষার্থী জানান, ‘মামুন মধ্য রাত পর্যন্ত ছাত্রাবাসের বাইরে থাকত। চারটা মোবাইল ফোন ব্যবহার করত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর