মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বইয়ের দোকানে ধর্মঘট পালন

নিজস্ব প্রতিবেদক

খসড়া শিক্ষা আইন ২০১৬ সংশোধনের দাবিতে গতকাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একই সঙ্গে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সারা দেশে বইয়ের দোকান বন্ধ রেখে দিনব্যাপী ধর্মঘট পালন করেছেন। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েন। সমিতির নেতারা বলেন, খসড়া আইনের ২(৩১) উপধারায় নোট ও গাইড বইয়ের সংজ্ঞা, প্রথম অধ্যায়ের ৭(৬) ও তৃতীয় অধ্যায়ের ২১(৫) ধারায় এনসিটিবির অনুমোদন এর ধারা, ৭(১১), ৭(১২), ৭(৯) ও ২১(৬) ধারা জনস্বার্থবিরোধী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর