মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এরপরও শেয়ারবাজার থেকে টাকা তুলছে কোম্পানিগুলো

আলী রিয়াজ

চলতি বছরের প্রথম চার মাসেই পুঁজিবাজারে টানা পতন চলছে। গত তিন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ২২৬.৩০ পয়েন্ট। এই ধারাবাহিক পতনের মাঝেও পুঁজিবাজারে রাইট শেয়ার ছেড়ে এবং আইপিওর মাধ্যমে টাকা উত্তোলনের মহোৎসব চলছে। চলতি এপ্রিল মাসেই বাজার থেকে বের হয়ে যাচ্ছে ৭২১ কোটি টাকা। তারল্য সংকটে থাকা বাজার থেকে এক মাসে এত টাকা তুলে বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এত বিপুল পরিমাণ টাকার চাহিদায় পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপে বাজারে দরপতন ঘটছে বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, শেয়ারবাজারে নতুন ফান্ড না আসায় তারল্য সংকট বাড়ছে। এর মধ্যে কোম্পানিগুলো আইপিও ছেড়ে টাকা তুলছে এবং এক মাসেই দুটি কোম্পানিকে রাইট শেয়ার ছেড়ে টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে এত টাকা উত্তোলন কোনোভাবেই বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, রাইট শেয়ার এবং আইপি অনুমোদন বাজারে নতুন করে বিক্রির চাপ বাড়াচ্ছে। অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি করে একমির আইপিওর চাঁদা এবং জিপিএইচ ও সামিট পোর্টের রাইটের চাঁদা দিচ্ছেন।

সর্বশেষ খবর