মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
প্রাক-বাজেট আলোচনা

গ্যাস সিলিন্ডার পরীক্ষার নিয়ম মানছে না কেউ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, প্রতি পাঁচ বছর পর সিএনজিচালিত গাড়ির সিলিন্ডার পরীক্ষা করার নিয়ম থাকলেও কেউ পরীক্ষা করছে না। সিএনজিচালিত গাড়ির সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো এখন বোমায় পরিণত হয়েছে। ফলে কিছুদিন পর পর দুর্ঘটনা ঘটছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কৃষি ও রাসায়নিক খাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট ২০১৬-১৭ আলোচনায় এসব কথা বলেন আবদুল মাতলুব আহমাদ। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রতিষ্ঠানটির জেষ্ঠ সদস্য ফরিদ উদ্দিন, সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য পারভেজ ইকবাল, এফবিসিসিআইর সাবেক পরিচালক জালাল আহমেদ ও রুহুল আমিন, জুয়েলারি সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর