মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লাল রঙে চিহ্নিত হচ্ছে বেওয়ারিশ কুকুর

নিজস্ব প্রতিবেদক

লাল রঙে চিহ্নিত করা হচ্ছে দেশের ১৬ লাখ বেওয়ারিশ কুকুরকে। আজ থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। তবে সংশ্লিষ্টরা জানান, নিধন করার জন্য এ রং করা হচ্ছে না। এসব কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হবে। সূত্র জানায়, বিশ্ব প্রাণী সংরক্ষণ সংস্থা ও দেশের প্রচলিত আইনে কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। কুকুর নিধন না করে ২০২০ সালের মধ্যে দেশ থেকে কুকুরের কারণে সৃষ্ট জলাতঙ্ক রোগ নির্মূলের কার্যক্রম শুরু হচ্ছে। বেওয়ারিশ কুকুরের শরীরে জলাতঙ্ক রোগের টিকা র্যাবিসিন ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

সর্বশেষ খবর