মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রতিবন্ধী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

সাভারে বাকপ্রতিবন্ধী শিল্পী আক্তারকে হত্যার দায়ে মো. শরীফ নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শরীফ নিহত শিল্পী আক্তারের বোনের স্বামী। এ বিষয়ে আদালতের সাঁটলিপিকার বীরেন্দ্রনাথ রায় জানান, স্ত্রী শিলাকে হত্যা চেষ্টার অভিযোগে তিন বছরের কারাদণ্ড এবং স্ত্রীর বোন শিল্পী আক্তারকে হত্যার দায়ে আসামি শরীফকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ জুন ভোররাতে সাভারের জাদুরচর হেমায়েতপুরে শোবার ঘরে ঢুকে স্ত্রী শিলা আক্তার ও শ্যালিকা শিল্পী আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন শরীফ। এ ঘটনায় শিল্পী মারা গেলেও প্রাণে বেঁচে যান শিলা। এ ঘটনায় চারজনকে আসামি করে নিহতের মা সমিরণ বেগম মামলা করেন। ঘটনার তদন্ত করে একই বছরের ২৮ আগস্ট সাভার থানার এসআই আবুল কাজী শরীফকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর