বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার। এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ ছাত্রছাত্রী প্রাথমিক বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ  গ্রেডে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা (www.dpe.gov.bd) ওয়েবসাইডে পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল সচিবালয়ে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে বলেন, এতদিন ২২ হাজার ট্যালেন্টপুল এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি দেওয়া হত। এবার ২৭ হাজার ৫০০ বাড়ানো হয়েছে। পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে। আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা করে  দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে  দেওয়া হবে।

সর্বশেষ খবর