বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তেল শোধনাগার দ্বিতীয় ইউনিট নির্মাণে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে প্রকল্প পরামর্শক হিসেবে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির কার্যালয়ে ভারতের সরকারি প্রকৌশল সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের (ইআইএল) সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক মোসলেহ উদ্দিন ও ভারতের পক্ষে ইআইএলের নির্বাহী পরিচালক উপেন্দ্র মহেশ্বরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ ছাড়া ছিলেন ভারতীয় হাইকমিশনার মি. হর্ষবর্ধন শ্রিংলা, আবদুল লতিফ এমপি, বিপিসির পরিচালক মো. মাহবুব রেজা খানসহ ইআইএল ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর