বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বন্ড সুবিধার অপব্যবহারে পাঁচ গার্মেন্ট ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্ড সুবিধায় সুতার বদলে ২৮৮ কার্টন সিগারেট আমদানির মামলায় পাঁচ গার্মেন্ট ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  গতকাল আত্মসমর্পণ করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহ নূর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ব্যবসায়ীরা হলেন, ঢাকার আশুলিয়ার জেনেটিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক রিয়াদ হোসেন খাঁ, আহমেদুর আরজ, ওয়াহিদ ইসলাম ও তৌহিদুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, ১ মার্চ ওয়েবল্যাংকসেন নামে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে সুতা থাকার কথা থাকলেও কায়িক পরীক্ষায় ২৮৮ কার্টন সিগারেট পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা।

সর্বশেষ খবর