বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চার হাজার টন অবৈধ ডুপ্লেক্স বোর্ড খোলা বাজারে

বন্ড সুবিধার অপব্যবহার

নিজস্ব প্রতিবেদক

পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত পণ্য আমদানি বা বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে প্রায় ৪ হাজার টন অবৈধ কাগজপণ্য— ডুপ্লেক্স বোর্ড ও আর্ট কার্ড খোলা বাজারে বিক্রি করেছে চোরাকারবারিরা। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় খোলা বাজারে বিক্রির দায়ে ফিউচার এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় গত এক বছর কাঁচামাল আমদানি করে। কিন্তু পণ্য তৈরি না করে সেসব কাঁচামাল খোলা বাজারে বিক্রি করেছে। এতে বন্ড সুবিধা পাওয়ার শর্ত ভঙ্গ করেছে ফিউচার এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ। তিনি আরও বলেন, কোম্পানিটি প্রায় ৪ হাজার টন ডুপ্লেক্স বোর্ড ও আর্ট কার্ড বন্ড সুবিধায় এনে খোলা বাজারে বিক্রি করেছে। মূল্য ও জড়িত রাজস্বের পরিমাণ ৭ কোটির বেশি। জানা গেছে, বন্ড সুবিধা পাওয়ার অন্যতম শর্ত রপ্তানিমুখী শিল্পের উৎপাদনে ব্যবহৃত শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল খোলা বাজারে বিক্রি করা যাবে না। প্রতিষ্ঠানটি এ শর্ত ভঙ্গ করেছে।

সর্বশেষ খবর