বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
সেমিনারে এনবিআর চেয়ারম্যান

অটোমেশনে নিশ্চিত হচ্ছে উন্নত রাজস্ব ব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন যুক্ত হওয়ার মাধ্যমে একটি উন্নততর রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত হচ্ছে। তবে এনবিআর ও হিসাবরক্ষণ অফিসের সমন্বিত প্রয়াসের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।  গতকাল রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত ‘উেস আয়কর সংগ্রহ : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজিবুর রহমান। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়। এনবিআর সদস্য আবদুর রাজ্জাক সেমিনারে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর