বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গাজীপুর-নারায়ণগঞ্জ দোতলা ট্রেন চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর থেকে ঢাকার কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ রুটে দোতলা ট্রেন চালু করা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমানে যে রেললাইন আছে, তাতে দোতলা ট্রেন চালু করা সম্ভব নয়। এ ধরনের ট্রেন চালু করতে হলে নতুন লাইন তৈরি করতে হবে। তাই এ ধরনের ট্রেন চালু করা সম্ভব কি না বা করতে হলে কী কী করণীয়—এ বিষয়টি মন্ত্রণালয়কে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে। বৈঠকে ভারতের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া ভারতগামী মৈত্রী ট্রেনের ইমিগ্রেশন ব্যবস্থা সহজ করতে শুধু ঢাকায় ও কলকাতায় আলাদা ইমিগ্রেশন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। এদিকে পচা গম আমদানির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে গম আমদানির প্রক্রিয়া স্বচ্ছ এবং ভালোমানের গম উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে গম কেনার চুক্তি করার সুপারিশ করে কমিটি।

সর্বশেষ খবর