রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংসদের দশম অধিবেশন আজ

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টায়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। বিকাল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা অংশ নেবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এর মধ্যে রয়েছে, ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬’, ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’, ‘পাট বিল-২০১৬’ এবং ‘চা বিল-২০১৬’। এ ছাড়া গত অধিবেশন পেশকৃত ২৫টি বিল সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট ও সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।

গত ৩০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সংসদের নবম অধিবেশন শেষ হয়। ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়। ফলে এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে। আগামী ৪ মে পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানা গেছে। আগামী জুনে সংসদের বাজেট অধিবেশন বসবে।

এদিকে চলতি অধিবেশনকে সামনে রেখে আজ বেলা ২টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর