রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

হ্যাকিং কিংবা সাইবার আক্রমণ ঝুঁকির শীর্ষে এখন বাংলাদেশ। আর এ জন্য সার্কভুক্ত দেশগুলো একত্রে কাজ করতে একটি কমিটি গঠন করতে পারে। সবমিলে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন অংশীদারের মাঝে সহযোগিতা জোরদার করতে হবে। রাজধানীতে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আই ক্ল্যাডস)-এর উদ্যোগে গতকাল দুপুরে আই ক্ল্যাডসের সম্মেলন কক্ষে ‘সাইবার নিরাপত্তা : বৈশ্বিক প্রেক্ষাপট ও সহযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। সভাপতিত্ব করেন আই ক্ল্যাডসের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আই ক্ল্যাডসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন, আই ক্ল্যাডসের পরিচালক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সামিয়া আহমেদ, সাইফুল হক, সারওয়ার জাহান চৌধুরী, প্রীতম দাস, সাবিলা নাসরিন প্রমুখ।

সুবিমল ভট্টাচার্য বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন অংশীদারের মাঝে সহযোগিতা জোরদার করতে হবে। সাইবার নিরাপত্তার অপ্রতুলতার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য একটি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা ফ্রেমওয়ার্ক তৈরি প্রয়োজন। বিশেষ করে সাইবার নিরাপত্তা নিয়ে সার্কের মধ্যে কথাবার্তা বলা উচিত। তথ্যপ্রযুক্তি খাত বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায়, বাড়ছে এর ঝুঁকি। আর বাংলাদেশ আগামীতেও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। কেননা, সাইবার সুশাসন কাঠামোয় এখনো পিছিয়ে এ দেশ। মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে যত কাজ করার কথা ছিল সেগুলো করতে পারছি না। সাইবার উন্নয়নের জন্য যত বরাদ্দ প্রয়োজন ছিল তা হয়নি। তিনি বলেন, সাইবার ঝুঁকিতে সবাই। তবে বাংলাদেশ বেশি। কারণ হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরিসহ ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এসব হুমকি মোকাবিলায় আমাদের কী প্রস্তুতি রয়েছে বা কী করা প্রয়োজন তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।

সর্বশেষ খবর