সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স কমানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হোল্ডিং ট্যাক্স কমানোর সিদ্ধান্ত

আন্দোলনের মুখে অবশেষে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, নগরবাসীর আর্থিক সচ্ছলতা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে ট্যাক্স সহনীয় পর্যায়ে আনা হবে। একই সঙ্গে রিভিউ ফর্মের দামও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করব। গতকাল দুপুরে স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশার নেতৃত্বে মহানগর ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ট্যাক্স নিয়ে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন। মেয়র বলেন, যারা ইতিমধ্যে ২০০ টাকা মূল্যের ফরম কিনেছেন তাদের ১০০ টাকা ট্যাক্সের সঙ্গে সমন্বয় করা হবে। কর নির্ধারণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিভিউ আবেদন করলে বোর্ড জনগণের আর্থিক সঙ্গতি বিবেচনা ও আলোচনা করে সহনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে বকেয়া হোল্ডিং কর পরিশোধ করে রিভিউ আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা ও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এর আগে এমপি ফজলে হোসেন বাদশা নতুন ধার্যকৃত কর পুনঃবিবেচনা ও পি-ফরমের দাম কমানোর জন্য দায়িত্বপ্রাপ্ত মেয়রকে অনুরোধ জানিয়ে বলেন, রাজশাহী সিটি করপোরেশনের সব কার্যক্রমে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি জানান, রাসিকের কার্যক্রমে ১৪ দল সব সময় পাশে থাকবে।

সর্বশেষ খবর