সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ভুয়া ক্লিনিক বন্ধ করা হবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দেশের ভুয়া ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙের ছাতার মতো এগুলো গজিয়ে উঠেছে। এগুলোতে ডাক্তার নাই, নার্স নাই, সেবা নাই। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রিয়েটিভ মিডিয়া লি. আয়োজিত ‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ে দেশব্যাপী প্রচারাভিযান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর প্রধান শরীফা বেগম, ক্রিয়েটিভ মিডিয়া লি.-এর চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর, প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের তিন  মাসের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার অয়ন দেবনাথ।

সর্বশেষ খবর