সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংসদের দশম অধিবেশন শুরু,চলবে ৫ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন করা হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জবাব দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এর আগে জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র বৈঠকে আগামী ৫ মে পর্যন্ত সংসদের অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। পরে অধিবেশনের প্রথম দিনেই উত্থাপিত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এবং বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৬ বিল। বিল দুটি উত্থাপন করেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিল দুটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়।

সর্বশেষ খবর