সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সিলেটের উন্নয়ন নিয়ে ঢাকায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের উন্নয়ন নিয়ে ঢাকায় বৈঠক হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রাজনৈতিক ঘনিষ্ঠজনরাও। বৈঠকে সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামীতে আরও কী কী উন্নয়ন প্রয়োজন— এসব বিষয়ও উঠে আসে আলোচনায়। বৈঠকে জানানো হয়, এখন থেকে প্রতি দুই অথবা তিন মাস অন্তর অন্তর সিলেটের উন্নয়ন নিয়ে বৈঠক হবে ঢাকায়। এসব বৈঠকে চলমান উন্নয়ন পর্যালোচনা করা হবে। বৈঠকে সরকারের বিভিন্ন সংস্থার অধীনে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকেল্পর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন বিভিন্ন দফতরের প্রধানরা। এ ছাড়াও জেলা ও জেলার বাইরে বিশেষ করে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ, সিলেট-সুনামগঞ্জ জাতীয় মহাসড়কের কাজ দ্রুত শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগের ওপর গুরুত্বারোপ করা হয়।  সওজের অধীনে চলমান অন্যান্য প্রকল্প দ্রুততার সঙ্গে সমাপ্ত করার তাগিদ দেওয়া হয়।

সর্বশেষ খবর