সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এমপি কোটায় আনা পোরশে গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকা থেকে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত আমদানি করা বিলাসবহুল একটি পোরশে গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে গুলশান-২ নম্বরের আজাদ মসজিদের পাশের ২৪ নম্বর সড়কের ১১ নম্বর বাসায় অভিযান চালিয়ে ৪৫০০ সিসির একটি পোরশে জিপ জব্দ করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল মতিন চৌধুরী এমপি কোটায় ওই গাড়িটি আমদানি করেছিলেন। ২০০৬ সালের ১৬ আগস্ট গাড়িটি বাংলাদেশে আনা হয়। নিয়ম অনুযায়ী ৪ বছর ব্যবহারের পর এসব গাড়ি অন্য কারও মালিকানায় বিক্রি করা যায়। কিন্তু আবদুল মতিন কেনার ৩ মাসের মাথায় ২০০৭ সালের ২১ জানুয়ারি গাড়িটি প্রেস্টিজ মটরসের কাছে ৮০ লাখ টাকায় বেচে দেন। পরবর্তীতে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি এটি এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ৯২ লাখ টাকায় বিক্রি করা হয়। গাড়িটিতে প্রায় ৫ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান কাস্টম গোয়েন্দা কর্মকর্তারা।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর