সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাভারে ১৫ গার্মেন্টে ভাঙচুর আহত ৩০

ছুটি না দেওয়ায়

সাভার প্রতিনিধি

গতকাল ছিল ২৪ এপ্রিল। তিন বছর আগে এই দিনে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হয় সহস্রাধিক শ্রমিক, আহত ও নিখোঁজ হয় অনেকে। দিনটি স্মরণে রানা প্লাজার সামনে গতকাল বিভিন্ন সংগঠন আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। কিন্তু ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে তৈরি পোশাক কারখানায় গতকাল ছুটি ঘোষণা না করায় সাভার পাকিজা ডাইং, জিহান নিট কম্পোজিট লিমিটেড, হাই পয়েন্ট, আজিম গ্রুপ, ভিশন গার্মেন্টসহ অন্তত ১৫টি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ শ্রমিক। শিল্প পুলিশ জানায়, সকালে সাভার-বিরুলিয়া রোডে পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্ট শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ছুটির জন্য বিক্ষোভ মিছিল করে। এ সময় মালিকপক্ষ ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের হাইপয়েন্ট, আজিম গ্রুপ, পাকিজা গ্রুপসহ বিভিন্ন স্থানে অন্তত ১০টি গার্মেন্টে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভাঙচুরে বাধা দেওয়ায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিত্সার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের মুখে কারখানাগুলোতে আজকের (গতকাল) জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর