বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আসামির চোখ রাঙানিতে ভীত বিচারপ্রার্থীরা

রোমান চৌধুরী সুমন ও এম এ শাহীন, নারায়ণগঞ্জ

আসামির চোখ রাঙানিতে ভীত বিচারপ্রার্থীরা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই বছর পূর্তি আজ। দুই বছরে নানা নাটকীয়তার পর গত ৮ ফেব্রুয়ারি দুটি মামলায় নূর  হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুরু হয়েছে বিচারকাজ। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে বাদীপক্ষের আইনজীবীকে প্রকাশ্যে গালাগাল, সাক্ষীদের নূর হোসেনের চোখ রাঙানি, চুপ থাকার ইশারাসহ নূর হোসেন বাহিনীর শোডাউনে ভীত বিচার প্রার্থীরা। এদিকে সাত খুনের ঘটনায় নিহত পরিবারগুলোতে চলছে নানা সংকট। আর্থিক দৈন্যদশায় চরম অভাবগ্রস্ত অনেক পরিবার। এর মধ্যেই পরিবারগুলো আশঙ্কা প্রকাশ করেছে সুষ্ঠু বিচার নিয়ে। এদিকে নিহতদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করেছে আত্মীয়-স্বজন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল  মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম; আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী বিজয় কুমার পাল হলেন নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ের জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি হলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর পর গত বছরের ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এজাহারনামীয় ৫ আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার পর নিহত নজরুলের স্ত্রী বিউটি আদালতে নারাজি দিলেও আদালত তা গ্রহণ করেননি।

সর্বশেষ খবর