বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুদকের মামলায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

পেপার মিলের নামে জাল এলসি এবং ভুয়া কাগজপত্র তৈরির দুর্নীতির মামলায় সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীসহ নয় আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দিনভর দেশের পাঁচ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকালই সবাইকে সংশ্লিষ্ট জেলার বিচারিক আদালতে হাজির করা হয়। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের আবদুল আউয়াল ও মো. আবুল হাসেম, দিনাজপুরের সাবেক ব্যাংক কর্মকর্তা আরাফাত জামান ও মো. শাহজাহান আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. নাসিরুল হুদা। আরও রয়েছেন ঢাকার ফরিদ আহমেদ, আবদুস সালাম ও মিজানুর রহমান, যশোরের শাহজাহান আলী মোল্লা। এর মধ্যে আবদুল আউয়াল ও মো. আবুল হাশেম বসুন্ধরা পেপার মিলের নামে জাল এলসিসহ কাগজপত্র সৃজন করেন। এ ছাড়া ১৮ হাজার মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে চট্টগ্রামের সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীসহ দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুপুর ২টার দিকে বন্দর নগরীর আগ্রাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। আবদুল আউয়াল সিএন্ডএফ প্রতিষ্ঠান কার্গো মুভার ক্যাকার্সের মালিক এবং আবুল হাশেম ওই প্রতিষ্ঠানে কাস্টমস সরকার হিসেবে কর্মরত আছেন। আগ্রাবাদ শেখ মুজিব রোডে সিএন্ডএফ প্রতিষ্ঠানটির কার্যালয়। দৃষ্টি আকর্ষণ করা হলে, দুদক পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ১৩ হাজার টাকা) বিদেশে পাচারের অভিযোগে ২০১৫ সালের ২৩ এপ্রিল নগরীর বন্দর থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বসুন্ধরা পেপার মিলের ম্যানেজার জহিরুল আলম বাদী হয়ে ২০১৪ সালে তাদের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাকে সূত্র হিসেবে উল্লেখ করে তদন্তে নামে দুদক। তদন্তে সত্যতা পেয়ে দুদক আরেকটি মামলা করে। ওই মামলায়ও দুজনকে গ্রেফতার দেখানো হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর