বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের একান্ত বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আকস্মিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রায় আধঘণ্টা বৈঠক করেছেন। গতকাল মাগরিবের নামাজের বিরতির সময় সংসদের লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের এ বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত বিরোধীদলীয় নেত্রী জাতীয় পার্টির বর্তমান নাজুক ও ভঙ্গুর অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার জন্য ও তাকে অবহিত করার বৈঠকে মিলিত হন।

সর্বশেষ খবর