শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সিলেটে হেলে পড়েছে পাঁচতলা ভবন

আতঙ্কে বাসিন্দারা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ভূমিকম্পের ‘ডেঞ্জার জোনে’ অবস্থান সিলেটের। ‘ডাউকি ফল্টে’ বড় রকমের ভূমিকম্প হলেই ধ্বংসস্তূপে পরিণত হবে সিলেট— এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। ফলে ভূমিকম্পের আতঙ্ক নিয়েই নগরীর বহুতল ভবনগুলোয় বাস করছেন লোকজন। সিলেট নগরীতে ইতিমধ্যে ৩২টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবনের তালিকা করে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিটি করপোরেশন। তবে নগরীতে আরও শতাধিক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন রয়েছে। এসব ভবনে বসবাসরতদের আতঙ্ক আরেকটু বাড়িয়ে দিয়েছে নগরীর পূর্ব পীরমহল্লার একটি বাসা। পাশের ছয় তলা একটি ভবনের গায়ে পাঁচ তলা ওই ভবনটি হেলে পড়েছে। জানা যায়, পূর্ব পীরমহল্লায় শ্রীধরা হাউস নামে প্রভাতী ৬২/বি নম্বর ওই পাঁচ তলা ভবনের মালিক যুক্তরাজ্যপ্রবাসী আবদুল বাসিত। অন্যদিকে ছয় তলা প্রভাতী ৬২/এ-১ নম্বর ভবনের মালিক তার ভাই আবদুস শাকুর। হেলে পড়া ভবনটি সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা এবং স্থানীয় কাউন্সিলর পরিদর্শন করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাঁচ তলা ভবনটি পুব দিকে ছয় তলা ভবনের গায়ে হেলে আছে। তবে হেলে পড়া ভবনে ভাড়াটিয়াদের অবস্থান করতে দেখা গেছে। ভাড়াটিয়া ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ তলা ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। কয়েক দিন আগে ভবনটি পাশের ছয় তলা ভবনের গায়ে হেলে পড়ে। ভবনটির   ভাড়াটিয়ারা জানান, তারা আতঙ্কের মধ্যে আছেন।

সর্বশেষ খবর