শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

ক্যান্সারের চিকিৎসা চালু করবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, যে হারে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তাতে রোগীদের সেবার জন্য নতুন উদ্যোগের বিকল্প নেই।

গতকাল সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে-ভিউতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মোখলেস উদ্দিন।

সর্বশেষ খবর