শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

রেল হাসপাতালের সব চিকিৎসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) পর এবার অভ্যন্তরীণ (ইনডোর) বিভাগেরও চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে হাসপাতালে তালা ঝুলছে। সকালে কর্মকর্তা-কর্মচারীরা ওয়ার্ডে ভর্তি থাকা একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে প্রধান ফটকে তালা দিয়ে বাসায় চলে গেছেন। ফলে এ দিন নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হতে পারেননি। আর আগের চার দিনের মতোই চিকিৎসা দেওয়া হয়নি বহির্বিভাগেও।

গত ২৮ এপ্রিল রাজশাহী রেলওয়ের এই হাসপাতালে স্থানীয় যুবলীগের কয়েকজন সন্ত্রাসীর তাণ্ডবের পর কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করেও কোনো সুফল না পাওয়ায় তারা এমন আন্দোলনে গেছেন।

সর্বশেষ খবর