শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুত্ফর মোড়ল (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৪ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন লুত্ফর। ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের ২১৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, গত বছরের সেপ্টেম্বরে মানবতাবিরোধী অপরাধ মামলায় লুত্ফর মোড়ল আটক হন। ২৮ সেপ্টেম্বর  তাকে  ঢাকা  কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর