সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ তিনতলা ভবন ভাঙছেন মালিকপক্ষ

কঠোর অবস্থানে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কঠোর নির্দেশনার পর নগরীর শাহী ঈদগাহে ঝুঁকিপূর্ণ তিনতলা ভবন ভাঙা শুরু করেছেন ওই ভবনের মালিক। গতকাল সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। শাহী ঈদগাহ এলাকার অনামিকা ৬৯ নম্বর ওই বাড়িটির মালিক অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও সৈয়দ সাজিদুর রহমান।  সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ প্রকৌশলী দল দিয়ে জরিপ করে নগরীতে ৩২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ভবনগুলো স্বেচ্ছায় ভেঙে না ফেললে সিটি করপোরেশনের উদ্যোগে ভাঙার কঠোর নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশনের এমন নির্দেশনার পর ঝুঁকিপূর্ণ ভবন মালিকরা নড়েচড়ে বসেন। তারা স্বেচ্ছায় ভবনগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেন। সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বেচ্ছায় ভবন খালি না করায় গত ২১ এপ্রিল নগরীর তাঁতিপাড়ায় তিনতলা একটি ভবন সিটি করপোরেশন ভেঙে ফেলে। ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে সিটি করপোরেশন হার্ডলাইনে যাওয়ায় গতকাল নগরীর শাহী ঈদগাহ এলাকার অনামিকা ৬৯ নম্বর বাড়িটিতেও স্বেচ্ছায় ভাঙার কাজ শুরু হয়। গতকাল দুপুরে ভবন ভাঙার কাজ পরিদর্শন করতে গিয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বিশেষজ্ঞ প্রকৌশলীরা যেসব ভবন ও মার্কেটকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অপসারণের সুপারিশ করেছেন সেসব ভবন মালিককে স্বেচ্ছায় স্থাপনা অপসারণের নোটিস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর