সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

সুনামগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ প্রশ্নে রুল

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্থাপনে দায়িত্বে অবহেলা ও মানুষের জীবন রক্ষার ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সচিব, পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পল্লীবিদ্যুতের নেত্রকোনা জোনের মহাব্যবস্থাপককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস এ রিট করেন।

সর্বশেষ খবর