সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

মিল্কভিটার মোড়কের মতো করেই বাজারে ১২ কোম্পানির দুধ বিক্রি

শিগগির আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটার মতো মোড়ক তৈরি করে বাজারে দুধ বিক্রি করছে এমন ১২টি কোম্পানির খোঁজ পেয়েছে সরকার। এসব কোম্পানির দুধের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, শিগগির এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাজার থেকে সংগ্রহ করা আধা সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটার প্যাকেটের মতোই দেখতে সাতটি কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

এসব প্যাকেটের মধ্যে আফতাব, ডেইরী ফ্রেশ, ঢাকা প্রাইম, মিল্ক ফ্রেশ, আল্ট্রা মিল্ক, রিয়াল মিল্ক ও পিউরা মিল্কের প্যাকেট দেখতে মিল্কভিটার মোড়কের মতোই। মোড়কের আকার, আয়তন ছাড়াও এতে রঙের ব্যবহারও এক। মশিউর রহমান রাঙ্গা বলেন, ১৩টি কোম্পানির প্রোডাক্ট একই ধরনের মোড়কে। মিল্কভিটার মতো করে (প্যাকেট তৈরি করে) তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, মিল্কভিটার মতো প্যাকেট দুধ বাজারজাত করে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যারা ট্রেড মার্ক দেয় তাদেরও বিষয়টি জানাব। কেউ যাতে নকল দুধ তৈরি করতে না পারে আমরা সেদিকে নজর দিয়েছি। এসব কোম্পানির দুধ পরীক্ষার জন্য বিএসটিআই-এ পাঠানো হবে। প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটার দুধে কোনো ‘প্রিজারভেটিভ’ থাকে না। কোনো কেমিকেল বা ভেজাল দিয়েও মিল্কভিটা উৎপাদন হয় না। যে প্রক্রিয়ায় মিল্কভিটা দুধ প্রক্রিয়াজাত করা হয় বাংলাদেশের দু-একটি কোম্পানি বাদে অন্য কারও কাছেই এ ধরনের প্রযুক্তি নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর