সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ

মোস্তফা কাজল

বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ

বিশ্ব পরিযায়ী (অতিথি) পাখি দিবস আজ। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো ৯৯০০ থেকে ১০০০০ প্রজাতির পাখি আছে। জাতিসংঘের ইউনিসেফ ও অন্যান্য সংস্থার উদ্যোগে ২০০৬ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে ৯ মে পরিযায়ী পাখি দিবস পালিত হয়ে আসছে। এ বারের প্রতিপাদ্য বিষয়—‘পরিযায়ী পাখি শিকার, নিধন ও পাচার বন্ধ করুন’। পরিযায়ী পাখি দিবস উপলক্ষে কাল নওগাঁ জেলায় আয়োজন করা হয়েছে নানা ধরনের অনুষ্ঠান। বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০১৬ এর প্রধান লক্ষ্য হচ্ছে পরিযায়ী পাখি ও এদের আবাসস্থলের ওপর বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার ক্রমাগত কমিয়ে আনা। এ পাখির দল প্রতি বছর এক দেশ থেকে অন্য দেশে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিভ্রমণ করে থাকে। আমাদের দেশে দুই ধরনের শীতের পাখি বা অতিথি পাখি আসে। এক দল কেবল এদেশেই আসে এবং এখান থেকেই ফিরে যায়। অন্য দল বাংলাদেশ থেকে আরও দক্ষিণে যায়। ভারতে বর্তমানে পরিযায়ী পাখির প্রজাতির সংখ্যা ১২০০ এবং বাংলাদেশে ৬৫০ প্রজাতির পাখি আছে। পাখি বিশেষজ্ঞ ড. আলী রেজা খানের দেওয়া তথ্য, বাংলাদেশে ৭৩৬ প্রজাতির পাখি আনাগোনা করে। বিগত ১০ বছরের মধ্যে বাংলাদেশ থেকে পিংক হেডেড কাক ও রাজ শকুন বিলুপ্ত হয়ে গেছে। মহাবিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে আরও ১৯টি প্রজাতি। এদেশে শীতের পাখি আসে পৌষ ও মাঘ মাসে। এদের বেশির ভাগ আসে সাইবেরিয়া থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর