মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

ট্রানজিটসহ ১১ ইস্যু আলোচনায়

বাংলাদেশ নেপাল সচিব পর্যায়ের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

ট্রানজিট ও পণ্যের শুল্কমুক্ত সুবিধাসহ ১১টি ইস্যু নিয়ে বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ শুরু হচ্ছে ঢাকায়। দুই দিনব্যাপী এ বৈঠকটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরই মধ্যে নেপালের বাণিজ্য সচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়ার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। বৈঠকে ১৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার জন্য প্রাথমিকভাবে ১১টি ইস্যু চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো— বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান, কাকরভিটা-পানি ট্যাংকি-ফুলবাড়ী বাণিজ্য পথ পুরোপুরি চালুকরণ, রেল যোগাযোগ স্থাপন (রোহনপুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহন করা), বাণিজ্য বাধা দূর করা, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে বিজনেস ভিসা প্রদান সহজীকরণ এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশে আসার ক্ষেত্রে স্থলবন্দরে অন এরাইভাল ভিসা ইস্যু। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, দ্বিপক্ষীয় এই আলোচনায় ট্রানজিট, বাণিজ্য সুবিধা সম্প্রসারণ এবং দুই দেশের বাজারে সুনির্দিষ্ট পণ্যের শুল্কমুক্ত সুবিধার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। নেপালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, অন্যদিকে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির সম্ভাবনা রয়েছে। আবার দেশটি স্থলবেষ্টিত হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে রেল এবং সড়ক পথে ট্রানজিটের মাধ্যমে পণ্য আমদানিতে নেপালের উৎসাহ রয়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরে নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে বাংলাদেশে নেপালি পণ্যের আমদানির পরিমাণ ছিল ১১ দমমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর