মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

বিষাক্ত উপাদানে তৈরি হচ্ছে সফট ড্রিংক

নিজস্ব প্রতিবেদক

বিষাক্ত রং ও অননুমোদিত রাসায়নিক উপাদানে সফট ড্রিংক তৈরির দায়ে ইভানা ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর শনিরআখড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আদালত প্রত্যক্ষ করেন কাপড়ে ব্যবহূত রং, গ্লুকোজ, স্যাকারিন ও ঘনচিনি দিয়ে শ্রমিকরা ‘জ্যাংক’ নামের সফট ড্রিংক তৈরি করছে। সেখানে কোনো রসায়নবিদ বা পুষ্টিবিদকে পাওয়া যায়নি। পণ্য তৈরির ক্ষেত্রে বোতলের গায়ে উৎপাদনের তারিখ নিয়েও সমস্যা পাওয়া যায়। এ সময় প্রায় দুই মণ ইন্ডাস্ট্রিয়াল রং ধ্বংস করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত একই এলাকায় মীম অ্যান্ড তামীম নামের সাবান কারখানায় বিএসটিআই-এর অনুমতি ব্যতীত নকল ‘ভিম’ বার ও শিল্পে ব্যবহূত বিষাক্ত রাসায়নিকে কাপড় ধোয়ার পাউডার তৈরির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

সর্বশেষ খবর