বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

এসএসসির ফল নিয়ে আনন্দে ভাসছে দেশ

প্রতিদিন ডেস্ক

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ পরীক্ষার ফলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি নানা সমীকরণের মিশেলে সারা দেশে শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন ভিন্ন আমেজ। মোটা দাগে বলা যায়, এবারের এসএসসির ফল নিয়ে আনন্দে ভাসছে দেশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৯১, মানবিকে ৮৩ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষায় ৯১ দশমিক ৬২। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৩৩ ও মহানগর বাদে জেলায় ৯০ দশমিক ৩৭। এ ছাড়া কক্সবাজারে পাসের হার ৯১ দশমিক ২৭, রাঙামাটিতে ৮৪, খাগড়াছড়িতে ৭৮ দশমিক ৭৪ ও বান্দরবানে পাসের হার ৮২ দশমিক ৬৪ শতাংশ।

সিলেটে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫ : সিলেটে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-প্রাপ্তের সংখ্যা। এবারে পাসের হার ৮৪ দশমিক ৭৭ ভাগ, যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন। গত বছর ছিল ২ হাজার ৪৫২ জন।

এবার পরীক্ষায় সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ৩৭ হাজার ৬৭২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৩১৮ জন। পাসের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ। ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৯ হাজার ২৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

রংপুরে সাফল্যের ধারায় এবারও সাত স্কুল : এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রংপুরের সেরা সাত স্কুল। এসব স্কুলের ফলপ্রার্থী সবাই পাস করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে জিলা স্কুল। ২৪৫ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩৭ জন। এ ছাড়া ক্যান্টনমেন্ট মিলেনিয়াম স্টারস স্কুলে ৮৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩, ক্যাডেট কলেজের ৪৮ ফলপ্রার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ২৮০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৮, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৭১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ এবং কালেক্টরেট স্কুল ও কলেজের ১৪৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন ফলপ্রার্থী।

রাজশাহীতে পাসের হার ৯৫.৭০ : এসএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী।

বরিশালে পাসের হার ৭৯.৪১ ভাগ : বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯.৪১ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন। গত চার বছরের মধ্যে বরিশাল বোর্ডে এটা সবচেয়ে কম পাসের হার। গণিতে প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতির প্রচলন করায় এবার পাসের হার কমেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ আলমগীর। এ ছাড়া মেয়েদের চেয়ে ছেলে পরীক্ষার্থী ছিল মাত্র ৭৩৬ জন বেশি। কিন্তু পাসের সব কটি ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। এদিকে বরিশাল বোর্ডে টানা তিন বছর ধরে এসএসসির ফলাফলে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে পটুয়াখালী জেলা। এর আগে ২০১৫ ও ২০১৪ সালেও বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মধ্যে শীর্ষস্থানে ছিল পটুয়াখালী। তবে জেলাভিত্তিক ফলাফলে গড় পাসের হারে শীর্ষে রয়েছে ভোলা। দ্বিতীয় থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল ও বরগুনা।

কুমিল্লায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ : কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় ১৫ হাজার পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫। পাসের হার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। পাসের হার ৮৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। বোর্ডের ১ হাজার ৬৭১ প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি শতভাগ পাস করেছে। শূন্য পাসের হার তিনটি প্রতিষ্ঠানের।

যশোরে বেড়েছে পাসের হার, জিপিএ-৫ও : যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে, বেড়েছে জিপিএ-৫ও। এবার পাসের হার ৯১ দশমিক ৮৫। গত বছর ছিল ৮৪ দশমিক ২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৪৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ১৯৮। পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বলেন, এবার প্রশ্নপত্র তেমন কঠিন হয়নি। যদিও অঙ্কের প্রশ্নপত্রে কিছুটা ভুল ছিল, তার বেনিফিট অবশ্য শিক্ষার্থীরা পেয়েছে।

খুলনায় মেয়েরা এগিয়ে : পরপর দুই বছর এসএসসির ফলাফলে পিছিয়ে পড়ার পর খুলনার নামিদামি স্কুলগুলো আবারও আগের অবস্থানে ফিরেছে। গত বছরের তুলনায় খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় ও খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বিক ফলাফলে ভালো অবস্থানে রয়েছে। স্কুলগুলোর মধ্যে অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে এ বছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ২০-এর তালিকা করা হয়নি। তবে পাসের সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ জেলায় মোট পাস করেছে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ের সংখ্যা ১১ হাজার ৫৪। খুলনায় এবার পাসের হার ৯৩ দশমিক ০৮ ভাগ। পাসের হারে যশোর বোর্ডের মধ্যে খুলনা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর