বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

উদ্ধার হননি সেই টিভি উপস্থাপিকা

স্বামীর বিরুদ্ধে জিডি করে ফেরার পথে অপহরণ

নিজস্ব প্রতিবেদক

দুই দিনেও উদ্ধার হননি বেসরকারি টেলিভিশন মাছরাঙার সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা। তার অপহরণ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গণমাধ্যমে। এ ঘটনায় গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অপহৃত হওয়ার আগে মঙ্গলবার রাতে স্বামীর বিরুদ্ধে জিডি করতে গুলশান থানায় গিয়েছিলেন তিনি। জিডি দায়ের শেষে ফেরার পথেই অপহৃত হন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, নিপার ব্যক্তিগত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার স্বামী ও বন্ধুদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু অপহরণ সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নিপা অপহরণ হয়েছেন নাকি আত্মগোপনে আছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নিপার বান্ধবীর স্বামী পরিচয়ে কাজী রাকিব উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি সাধারণ ডায়েরি করেছেন। এতে অভিযোগ করা হয়েছে, রাত ৯টা ৩৮ মিনিটে রাকিবের স্ত্রীকে ফোনে নিপা জানান, একটি সাদা গাড়ি তাকে অনুসরণ করছে। কথা শেষ করার আগেই তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে নিপার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিপার ওই বান্ধবী থাকেন লালমাটিয়ার বি ব্লকের ২/৩ নম্বর বাড়িতে। অন্যদিকে নিপা থাকতেন নিকেতন আবাসিক এলাকায়। স্বামী রহুল আমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল নিপার। যে কারণে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। রুহুল আমীন-নিপা দম্পতির কোনো সন্তান নেই। তবে নিপার আগে আরও দুটি বিয়ে হয়েছিল। এর মধ্যে মিডিয়া হাউসের প্রযোজক জাহাঙ্গীর চৌধুরীর সংসারে তাদের একটি মেয়ে রয়েছে। নিপার বর্তমান স্বামীর বাড়ি কুমিল্লায়। এ বিষয়ে কথা বলার জন্য নিপা দম্পতির পরিবারের কাউকে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নিপার সঙ্গে তার মা-বাবার তেমন যোগাযোগ ছিল না। তিনি অপহরণ হওয়ার পর থেকে মা-বাবা কেউ তার খোঁজ নেননি বলে জানান তার বান্ধবীর স্বামী কাজী রাকিব উদ্দিন আহমেদ। নিপা ও তার বর্তমান স্বামী দুজনই এর আগে বিয়ে করেছিলেন। তার স্বামীর পৃথক একটি সংসার রয়েছে। দেড় মাস আগে স্বামীর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন নিপা। তবে কি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের  সূত্রপাত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিপা তার এক বন্ধুকে জানিয়েছিলেন তিনি গুলশানের আড়ং-এর কাছাকাছি আছেন। তার পর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ খবর