বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

সংসদ এলাকার অবৈধ স্থাপনা সরাতে পদক্ষেপ নেওয়া হবে

সংসদীয় কমিটিকে গণপূর্ত অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের মূল নকশা হাতে পাওয়ার পর নকশাবহির্ভূত সব অবৈধ স্থাপনা সংসদ ভবন এলাকা থেকে সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে গণপূর্ত অধিদফতর। সংসদের উত্তর পাশে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর ছাড়াও দক্ষিণ-পশ্চিম প্রান্তে কবরস্থান রয়েছে। তাই সংসদ ভবনের মূল স্থাপত্য সৌন্দর্য অটুট ও মর্যাদা সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রক্ষিত লুই আই কানের মূল ৮৫৩টি নকশা খুব শিগগিরই দেশে এনে তার আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে। আগামী জুন মাসে পাঁচ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে বলেও জানানো হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে নিচু জমি ভরাট বন্ধ করা এবং গুলশান লেকের সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী কেরামত আলী। কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুস, মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ রবি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর