শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

গুলশান লেকের দূষণ বন্ধে ব্যবস্থা নিন

—এ টি এম শামসুল হুদা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান লেকের দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, গুলশান, বনানী, বারিধারা ও ডিওএইচএস এলাকাকে পয়ঃনিষ্কাশনের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-কে। কারণ, এ এলাকাগুলোয় পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গুলশান লেকের দূষণ কমছে না। গতকাল গুলশান লেক পার্কের এম্ফি থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ টি এম শামসুল হুদা। উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত, যুগ্ম সম্পাদক রোকেয়া কাদের, সালমা হোসেন, সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, আবদুল মুয়ীদ চৌধুরী প্রমুখ। এ টি এম শামসুল হুদা বলেন, গুলশান, বনানী, বারিধারা ও ডিওএইচএসে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গুলশান লেক দূষিত হচ্ছে। বর্তমানে গুলশান লেকে রাজউকের ১ হাজার ৬০০ কোটি টাকার কাজ হচ্ছে। কিন্তু সেই কাজের মধ্যে দূষণমুক্ত করার কোনো উদ্যোগ নেই। তা ছাড়া লেকে কচুরিপানা জন্মানোর কারণে এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। কচুরিপানা যেন জন্মাতে না পারে, সেজন্য রাজউক ও ওয়াসাকে ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাড্ডা-বারিধারা লিঙ্ক রোডের ২০০ গজ জায়গা দখল করা হয়েছে। দখলকারীরা মামলাও করেছেন। এ জায়গাটুকু উদ্ধার করা হলে, সড়কের অন্তত ২৫ ভাগ যানজট দূর হতো।

সর্বশেষ খবর