মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

দোকান বন্ধ রেখে মানববন্ধন করলেন ব্যবসায়ীরা

প্যাকেজ ভ্যাট দাবি

নিজস্ব প্রতিবেদক

নতুন আইনে বহুস্তর বা প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে সারা দেশের মতো গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই মানববন্ধনে ব্যবসায়ীদের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরাও অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, আগামী ১ জুলাই থেকে চালু হতে যাচ্ছে অনলাইনভিত্তিক ‘মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ককর (এসডি)’ আইন। এতে প্যাকেজ ভ্যাট পুনর্বহাল এবং ‘সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত যৌথ কমিটির সাত দফা সুপারিশ’ না মানা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সমর্থনে মানববন্ধন কর্মসূচির আয়োজক ব্যবসায়ী ঐক্য ফোরাম জানিয়েছেন, তাদের মানববন্ধনের মূল কেন্দ্র হিসেবে পুরান ঢাকার চকবাজার ও মৌলভীবাজার এলাকায় এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন, আমিন হেলালী ও নিজামউদ্দিন রাজেশের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। এ ছাড়াও রাজধানী ঢাকা ও সারা দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার সাধারণ ব্যবসায়ী প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ না করে ‘প্যাকেজ ভ্যাট’ বহাল রাখার দাবিতে এক ঘণ্টা দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখে খুচরা ব্যবসায়ীরা মানববন্ধন করেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে মানববন্ধন করে। সোনারগাঁও হোটেলের বিপরীতের রাস্তায় মানববন্ধন করেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এ ছাড়া মানববন্ধন হয়েছে নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায়।

সর্বশেষ খবর