শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে কমিউটার ট্রেন বৃদ্ধির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কমিউটার ট্রেন বৃদ্ধির পরিকল্পনা

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সবচেয়ে পুরানো দুটি সেকশন নাজিরহাট ও দোহাজারী। এক সময় এ দুটি রুটে প্রতিদিন ১২ জোড়া ট্রেন চলাচল করত।  কোচ ও ইঞ্জিন সংকটের পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চাহিদা থাকা সত্ত্বেও রুট দুটিতে ট্রেন সার্ভিস বাড়ানো হয়নি। সর্বশেষ ২০১৫ সালের ৪ জুলাই চট্টগ্রাম-নাজিরহাট রুটে  কমিউটার ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে। চাহিদা বেড়ে যাওয়ায় এ রুটে আরও একজোড়া কমিউটার সার্ভিস চালু করতে যাচ্ছে  রেলওয়ে। ট্র্যাক সংস্কার কাজ শেষ হলে চট্টগ্রামের পুরানো দোহাজারী রুটেও কমিউটার  ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে  রেলের। এছাড়া  ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু হওয়ায় বন্ধ  স্টেশন চালু হওয়া সাপেক্ষে পর্যায়েক্রমে কমিউটার সার্ভিস বাড়ানো হবে। তথ্য সংশ্লিষ্ট সূত্রের। রেলওয়ে সূত্রে জানা  গেছে, গত ৯ জুন  রেলের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খালিদুন নেছা চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে আরও একজোড়া  কমিউটার  ট্রেন সার্ভিস বাড়াতে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশনা  দেন  রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে। নির্দেশনার  প্রেক্ষিতে  পূর্বাঞ্চলের পরিবহন ও  বাণিজ্যিক বিভাগ এ রুটের  যাত্রী চাহিদা ও আয়ের বিবরণী পর্যালোচনা করে  কমিউটার সার্ভিস বাড়াতে সম্মতি  দেয়।  ফলে  পর্যাপ্ত  ডেমু  ট্রেন সরবরাহ সাপেক্ষে শিগগিরই এ রুটে আরও একজোড়া  কমিউটার সার্ভিস চালু করতে যাচ্ছে  রেল কর্তৃপক্ষ। মূলত  লোকাল  ট্রেনের মান ও সময়ানুবর্তিতার অভাব ও  লোকাল  ট্রেন  পরিচালনায় প্রয়োজনীয় তদারকি না থাকায়  লোকাল  ট্রেনের পরিবর্তে স্বল্প দূরত্বের যাত্রায় কমিউটার ভিত্তিক  ট্রেনের দিকেই ঝুঁকছে রেল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর