শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জুলহাজ-তনয় হত্যায় জড়িত ৫জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জুলহাজ-তনয় হত্যায় জড়িত ৫জন শনাক্ত

রাজধানীর কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় সরাসরি জড়িত পাঁচজনকে ‘শনাক্ত’ করার কথা জানিয়েছে পুলিশ।

দেশে-বিদেশে আলোচিত ওই হত্যাকাণ্ডের তদন্তসংশ্লিষ্ট পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জুলহাজ-তনয় হত্যার ঘটনায় পাঁচজনকে শনাক্ত করা হয়েছে, যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। গোয়েন্দারা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী জানিয়েছেন, জুলহাজ-তনয় হত্যায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাবকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য তারা পেয়েছেন। জুলহাজকে হত্যার জন্য শিহাব খুনিদের অস্ত্র সরবরাহ করেছিল। দুই দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। শিহাব এখন কারাগারে রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য অনুসরণ করে ধাপে ধাপে খুনিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপর জুলহাজ মান্নান ও তনয়ের খুনিদের শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কলাবাগানে জুলহাজ মান্নানের বাসায় ঢুকে কয়েকজন তারা দুজনকে কুপিয়ে হত্যা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর