শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শিল্পপ্লটে আবাসিক ভবন!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিল্পপ্লটে আবাসিক ভবন!

রাজশাহীতে শিল্প-কারখানার নামে প্লট নিয়ে গড়ে তোলা হয়েছে আবাসন। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে বাড়ি বানিয়ে বসবাস করছেন প্লটের মালিকরা। কেউ কেউ আবার এসব বাড়ি ভাড়াও দিয়েছেন। এ চিত্র রাজশাহী বিসিক শিল্পাঞ্চলের। এক অনুসন্ধানে দেখা গেছে, বিসিকে বেবী আইসক্রিমের নামে নেওয়া প্লটে আলিশান বাড়ি গড়েছেন দুলু নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে তিনি সেখানে বসবাস করতেন। কিছুদিন আগে সেই বাড়ি ছেড়ে উঠেছেন অন্য বাড়িতে। তবে সেখানে আছেন অন্যরা। ওই বাড়িতে বসবাসকারী আনিসা জানান, এখন তারা সেখানে থাকছেন। তবে বাড়িটির অধিকাংশ কক্ষজুড়ে আছে মালিকের আসবাবপত্র। বিসিক শিল্পাঞ্চলের সি-৩৪ প্লটে হকস্ ফুড নামে একটি কারখানা থাকার কথা। কিন্তু সেখানে কারখানার কোনো বালাই নেই। পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন ওই প্লটের মালিক ডা. এনামুল হক। শিল্পপ্লটে বসবাস করা নিয়ে এই প্রতিনিধি কথা বলতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ডা. এনামুল জানান, তার মতো অনেকে শিল্পপ্লটে আবাসন গড়ে বসবাস করছেন। এতে অন্যায় কিছু দেখছেন না তিনি। রাজশাহী ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী বিসিক শিল্পাঞ্চলে শিল্পপ্লট আছে ৩২৫টি। এর মধ্যে সচল আছে ১৯২টি। ৮টি রুগ্ন। অন্যগুলো বন্ধ হয়ে আছে। বন্ধ থাকা এসব কারখানাকে আবাসন বানিয়েছেন মালিকরা। কয়েক দফা নোটিস দেওয়ার পরও সেগুলো খালি করছেন না তারা। বিসিকের শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল করিম জানান, যারা কারখানার কথা বলে প্লট নিয়ে আবাসন গড়েছেন, তাদের ছেড়ে দিতে নোটিস দেওয়া হয়েছে। অনেকে ছেড়ে দিয়েছেন। তারপরও যারা এখনো অবস্থান করছেন, তাদের ছাড়তে নোটিস দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর