বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ডিএনডিতে আনন্দবন্যা

জলাবদ্ধতা দূরীকরণে সরকার ব্যয় করবে ৫৩৬ কোটি টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিএনডি বাঁধ এলাকায় বসবাসরত প্রায় ২০ লাখ মানুষ এখন ভাসছে আনন্দের বন্যায়। কারণ জলাবদ্ধতা নামক তাদের দীর্ঘদিনের পীড়াদায়ক সমস্যাটি দূর করার জন্য সরকার ব্যয় করবে ৫৩৬ কোটি টাকা। এ ব্যাপারে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠেয় একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসী এ জন্য সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানকে কৃতিত্ব দিচ্ছেন। তারা বলেছেন, এমপি ‘নিরলসভাবে’ কাজ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

জনপ্রতিনিধি, সমাজপতি ও সমাজসেবক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মুখে এমপির প্রশংসা। চোখে তাদের আনন্দাশ্রু। বলাবলি হচ্ছে, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত এমপি থাকাকালেও শামীম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন কাজের ব্যবস্থা করিয়ে নিতে সক্ষম হয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবারের একনেকের সভার এজেন্ডার বাইরে ছিল ডিএনডির প্রকল্পটি। কিন্তু সভায় বিশেষ বিবেচনায় প্রকল্পটি অনুমোদন করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, এই ক্রেডিট সম্পূর্ণ সংসদ সদস্য শামীম ওসমানের।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর