বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লা-সিলেট মহাসড়ক ফোর লেনের কাজ আগামী বছরে

কুমিল্লা প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশের যৌথ অর্থায়নে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ফোর লেন হবে কুমিল্লা-সিলেট মহাসড়ক। আগামী অর্থবছরে এ প্রকল্পের কাজ শুরু হবে।

মন্ত্রী গতকাল ময়নামতি এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিনের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কুমিল্লা-সিলেট সড়কের আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার ফোর লেন কাজের অর্থায়ন করবে ভারত সরকার। এ অংশের কাজের জন্য খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। অপর অংশের ময়নামতি থেকে আখাউড়ার দরগাহ পর্যন্ত ৫৪ কিলোমিটার ফোর লেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে হবে। এ প্রকল্প কাজের জন্য বাংলাদেশ সরকারের ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা। মন্ত্রী বলেন, বাংলাদেশে যত ফোর লেন হয়েছে এ থেকে এই ফোর লেন হবে দেশের সর্বোচ্চ ব্যয়বহুল।

সর্বশেষ খবর