বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
দুদকের চলমান অভিযান

দুই কর্মকর্তাসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চলমান অভিযানে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ভূমি কর্মকর্তা শাহজাহান আলী, বীমা কর্মকতা মো. নুরুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী আলহাজ মিজানুর রহমান ও মো. গোলাম ফারুক। গ্রেফতারের বিষয় বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকতা  প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক জানায়, বেসিক ব্যাংকের ৫৭ কোটি টাকা আত্মসাতে সহযোগিতার মামলায় ভূমি কর্মকর্তা শাহজাহান আলীকে গ্রেফতার করে দুদক। গতকাল রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. শাহজাহান আলী রুপসা সার্ভেয়ার্সের প্রধান সার্ভেয়ার ও ব্যবসায়িক অংশীদার। বেসিক ব্যাংক    জালিয়াতির ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। দুদক সূত্র আরও জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর পল্টন থানায় দুদকের করা মামলায় এজাহারভুক্ত আসামি শাহজাহান আলী। ওই মামলার এজাহারে বলা হয়েছে, সৈয়দ ট্রেডার্সের ১৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পত্তিকে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ দেখিয়ে মিথ্যা জরিপ প্রতিবেদন দিয়েছেন শাহজাহান আলী। এর মাধ্যমে বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে সৈয়দ ট্রেডার্স ৪০ কোটি টাকা ঋণ নেয়, যা বর্তমানে সুদ-আসলে ৫৭ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। শাহজাহান আলী সৈয়দ ট্রেডার্সকে ওই অর্থ আত্মসাতে সহায়তা করেছেন। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার জীবন বীমা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ভূইয়া অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর জাল করে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া প্রতারণা ও ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে  মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দুদক। একই অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার মামলায় মো. গোলাম ফারুককে গ্রেফতার করে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর