বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য হচ্ছে অভিন্ন পদোন্নতি নীতি

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অভিন্ন নিয়োগ, পদোন্নতি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন—ইউজিসি। গতকাল এ লক্ষ্যে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছে ইউজিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা ইউজিসি কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক নেতাদের সঙ্গে আরও আলোচনা করে ইউজিসি নীতিমালাটি চূড়ান্ত করবে। সভায় নেতারা বলেন, উচ্চশিক্ষার মান সমুন্নত রাখা ও মেধা লালনের জন্য গ্রহণযোগ্য এবং সময়োপযোগী একটি অভিন্ন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা সময়ের দাবি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলিসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর