শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভয় দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নিল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে অফিসের কাজে গিয়েছিলেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের একটি টহল টিম। প্রথমে তারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কথা বলে তাকে ভয় দেখায়। পরে তার ব্যাগে দেওয়া হয় জাল স্ট্যাম্প। পরদিন দুপুরে আদালতেও নিয়ে যাওয়া হয়। কিন্তু আদালতে না তুলে ফের ফিরিয়ে আনা হয় থানায়। প্রায় ২৩ ঘণ্টা পর বুধবার বিকালে তাকে ছেড়েও দেওয়া হয়। বিনিময়ে তার কাছ থেকে নেওয়া হয় ১ লাখ ৬৫ হাজার টাকা। এভাবে পুলিশি হয়রানি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন মনিরুল ইসলাম নামের ওই যুবক। পুলিশের আতঙ্ক এখনো তাকে তাড়া করে ফিরছে। ভয়ে ঠিকমতো বাইরে বের হতে পারছেন না। মনিরুলের অভিযোগ, গাজীপুরের জয়দেবপুর থানার এসআই ফিরোজ উদ্দিন এমন কাণ্ড করেছেন। মনিরুল ইসলাম পুলিশের হাতে আটক হওয়ার কিছু সময় পর থেকে এ ঘটনাটির খবরাখবর মোবাইল ফোনে তার এক স্বজনের মাধ্যমে পাচ্ছিলেন এই প্রতিবেদকও। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই ফিরোজ উদ্দিন বলেন, ‘তাকে ধরা হয়েছিল। পরে তাকে আমার কাছ থেকে ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিয়ে যান।’ টাকা নেওয়ার প্রসঙ্গ তুলতেই ফোনের লাইন কেটে দেন তিনি। পরে ফোন করলেও আর ধরেননি এই কর্মকর্তা।

সর্বশেষ খবর